Breaking News
Home / Breaking News / শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ভোলা জেলা পুলিশ প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ভোলা জেলা পুলিশ প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

মো কামরুল হোসেন সুমন, স্টাফ রিপোর্টারঃ-
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ভোলা জেলা পুলিশ প্রশাসন। ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও পৌনে ৭টায় শহরের যুগীরঘোলে অবস্থিত বধ্যভূমিতে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপর মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম) পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পুলিশ সুপার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ, ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন, ডিআইও-১ জেলা বিশেষ শাখা ভোলা, আর আই পুলিশ লাইন্স ভোলা সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!

Powered by themekiller.com