Breaking News
Home / Breaking News / কবি নূরুল করিম এর কবিতা ” অপহৃত বিজয়”

কবি নূরুল করিম এর কবিতা ” অপহৃত বিজয়”

কবিতা প্রতিযোগিতা

💔অপহৃত স্বাধীনতা
অপহৃত বিজয়
কলমে-নূরুল করিম
১৪/১২/২০২১

অপহৃত স্বাধীনতা
আজি হারানো ভয়
কুক্ষিগত ক্ষমতা-ই
জনতার পরাজয়।
চতুর্দিকে রক্ত চোষা
আঁশটে ভীষণ গন্ধ
আকাশ বাতাস মুখোরিত
শোষক মোহে অন্ধ।
শৃংখলিত মানবতা
ভোগের উন্মাদনা
হামলা মামলা গুম খুনে
শোষিতের যাতনা।
ভোগের রাজদূত শুকুনের দল
গায় তারা সমসুর
থাবা পেলে বাবা আসে
জুটে তার ধন মদ হুর।
পীড়িতের-ই আর্তনাদে
কাঁপছে পুরো ভুবন
সত্য আজি যায়না বলা
পিছু নেয় রাজ পীড়ন।
আজি সত্যের মুখোমুখি
দাঁড়িয়েছে যারা
বিজয় দিবস তব নিম ফল
দেবেনাকো সাড়া।
কুচকাওয়াজের সকল অস্ত্র
এইতো বুঝি আসছে
ক্ষমতারই উন্মাদনায়
বুকে যেনো বিঁধছে।
আজি প্রাতের রক্তিম সূর্য
যেনো নরক কুণ্ড
স্বাধীনতার মর্ম শেখায়
ঢাক পিটে ঘাতক ভণ্ড।
স্বাধীনতার প্রহর গুণে
পথ চেয়ে আছি
কখন জানি ভিড়বে কাছে
স্বাধীনতা ভালোবাসি।

Powered by themekiller.com