Breaking News
Home / Breaking News / কবি রফিকুল ইসলাম এর কবিতা ” সবুজের নিচে রক্তাক্ত নদী “

কবি রফিকুল ইসলাম এর কবিতা ” সবুজের নিচে রক্তাক্ত নদী “

সবুজের নিচে রক্তাক্ত নদী
রফিকুল ইসলাম

চতুর্দিকে কেবল ধুমোট প্রত্যাশার কুয়াশা
সবুজ গালিচার নিচে তৃষ্ণায় জমে আছে
প্রবাহমান এক রক্তাক্ত নদী
যেখানে দুষ্প্রাপ্য তৃষিত জলের মোহনা ।
ত্রিশলক্ষ নর-নারী ভূগোলের খোঁজে
মরণ-পথে পাড়ি দিয়েছে রক্তসমাধী
কাঙ্খিত স্বপ্নের ব্যবচ্ছেদে
যন্ত্রণার ঘাম নিংড়ে সহেছে প্রসব বেদনা।
প্রতিশ্রুতির অন্ধচোখে দুঃখিনী মা” এখনও
দুঃখে দূরের আকাশ দেখে
কুমড়ার বড়ি এখনও উঠোনে শুকায় রোদে
উনুনের উত্তাপে পোড়ে বিচ্ছেদ ভাবনা।
পথে পথে শহীদ মৃতদের ঋণে বেজে উঠে
ধ্বনি, জয়ধ্বনির প্রতিধ্বনি
প্রতীক্ষার সেতারে বেজে উঠে বিজয়ের সংবাদ
রক্তের ফোঁটায় লেখা মান-চিত্রের অনুবাদ
তবুও, প্রত্যাশার কুয়াশায় ভরে আঙিনা।

error: Content is protected !!

Powered by themekiller.com