Breaking News
Home / Breaking News / কবি হোসেইন আহমদ চৌধুরী এর কবিতা “একান্ত জিজ্ঞাসার জবাবে”

কবি হোসেইন আহমদ চৌধুরী এর কবিতা “একান্ত জিজ্ঞাসার জবাবে”

# একান্ত জিজ্ঞাসার জবাবে #
“””””””””””””””””””””””””
——————– হোসেইন আহমদ চৌধুরী।

ঝিঙে মাচায় লেজ নাড়ানো একটি দোয়েলকে জিজ্ঞেস করলাম – কেমন আছো তুমি? দোয়েল উত্তর দিলো – আমি লাফাচ্ছি আর লেজ নাড়াচ্ছি। দিঘির জলে ভেসে থাকা শুভ্র এক শাপলার কাছে জানতে চাইলাম, কেমন আছে সে। অর্ধশতাব্দী ধরে ভেসে আছি আমি ও আমার স্বজনেরা – জানালো দিঘির শাপলা। সুন্দরবনের সৌন্দর্য দেখতে গিয়ে দেখা হলো এক ডোরাকাটা বাঘের সাথে। সে আমাকে গরগরে শব্দে দিলো ইতিহাসের সবক, বললো- উনিশশো একাত্তরের ডিসেম্বরের ষোল থেকে মুক্ত আছে দেশ। প্রতিদিন একবার করে মা-র কাছে তাঁর কুশল জানতে চাই। মা প্রতিবার বলেন – দেশটাকে ভালোবাসিস বাপ, দেশটাকে ভালো রাখিস !
———///———

হোসেইন আহমদ চৌধুরী, বিয়ানীবাজার, সিলেট।
তারিখ : ০৫/১২/২০২১ খ্রি.

Powered by themekiller.com