Breaking News
Home / Breaking News / তৃতীয় ভারতীয় হিসেবে সুন্দরী হারনাজ সান্ধুর মাথায় উঠলো “মিস ইউনিভার্সের” মুকুটটি

তৃতীয় ভারতীয় হিসেবে সুন্দরী হারনাজ সান্ধুর মাথায় উঠলো “মিস ইউনিভার্সের” মুকুটটি

রিটন মোস্তফাঃ
রবিবার [১২,১২,২০২১] রাতে ইজরায়েলের “এইলাটে” বসেছিল মিস ইউনিভার্স নির্বাচনের আসর। প্রথম তিন সুন্দরী তালিকায় ছিলেন ভারতের “হারনাজ”, প‍্যারাগুয়ের “নাদিয়া ফেরেইরা” এবং দক্ষিণ আফ্রিকার লালেলা মাওয়ানে। নাদিয়া এবং মাওয়ানেকে হারিয়ে সেরার মুকুট ছিনিয়ে নিলেন ২১ বছরের “হারনাজ”। তাঁর মাথায় মুকুট পরিয়ে দেন ২০২০ সালের মিস ইউনিভার্স মেক্সিকোর “আন্দ্রিয়া মেজা”।

১৯৯৪ সালে ভারতীয় হিসেবে প্রথম মিস ইউনিভার্স খেতাব জিতেছিলেন সুস্মিতা সেন। এরপর ২০০০ সালে এই সম্মান জেতেন পাঞ্জাব সুন্দরী লারা দত্ত।

error: Content is protected !!

Powered by themekiller.com