Breaking News
Home / Breaking News / কবি শেখ প্রিয়ার কবিতা “অনুভূতির দহন”

কবি শেখ প্রিয়ার কবিতা “অনুভূতির দহন”

অনুভূতির দহন
লেখনীতে ;; শেখ প্রিয়া
তাং;১৩/১২/২১

হৃদয়ের কোঠরে স্পর্শহীন কোন অনুভূতি,
ক্ষয়ে ক্ষয়ে জেগে ওঠে ব্যথা দিয়ে যায় ;

তুমি ছিলে, তুমি থাকবে হৃদয়ের গহীনে,
ব্যথাতুর এ হৃদয় তোমায় ভুলতে না’হি চায়;
ক্ষনিকের মোহ মায়ায় করেছিলে চক্ষুদ্বয় শীতল,
তবে কেন হৃদয়ের গহিনে গড়ে ওঠে
বেদনার এ তাজমহল ;

পথে যেতে প্রিয়,হয়েছিলো কোন একদিন সাক্ষাৎ,
ক্ষনিকের চাহনিতে দিয়েছিলে হাতছানি,
চোখে চোখ রেখে করেছিলে এ মনের লেনাদেনা;
ভুলিনি তোমায়,ভুলবো না কভু এ হৃদয়ে,
তোমার প্রেমের অনুভূতি সম্পন্ন আনাগোনা!

অনুভূতির দহন এ সাজিয়ে তুমি গড়ে ছিলে যে;
মিষ্টি হাসি জড়ানো অনুভূতির এ রংমহল!

নিরব ও নিভৃত যত্বনে তুমি দিয়েছিলে পণ;
ব’য়ে বেড়াতে হবে প্রেমের অনুভূতি মিশ্রিত এ দহন!
আমি আজন্ম মেনে নিলাম তোমার অনুভূতির দহন!!

Powered by themekiller.com