Breaking News
Home / Breaking News / কবি প্রণব চৌধুরী এর পত্র সাহিত্য “প্রিয়তমেষু”

কবি প্রণব চৌধুরী এর পত্র সাহিত্য “প্রিয়তমেষু”

বিভাগ-পত্র সাহিত্য
শিরোনাম- প্রিয়তমেষু
লিখনে- প্রণব চৌধুরী
তারিখ-১১,১২,২০২১,

প্রিয়,
প্রিয়তমেষু মানসী, তাং-১১,১২,২০২১,

সর্বপ্রথমে তুমি আমার অন্তরের অন্তরতম স্থল থেকে একরাশ ভালোবাসার ফুলঝুরি তোমার উদ্দেশ্যে উৎসর্গ করলাম,
আশা করি যা তোমার হৃদয়ের মনের মণিকোঠায় এক অপরূপ রক্ত গোলাপের মাল্যের আকার ধারন করে তোমার কোকীল কন্ঠীর কন্ঠে শোভিত হবে এবং তার সমুজ্জ্বল জ্যোতির শিখার ব্যাপ্তি সমস্ত বিশ্বজগৎকে আলোকিত করবে,
তা বলার অপেক্ষা রখেনা ৷
আমার মনের আকাশে তুমি একটি উজ্জ্বলতর নক্ষত্র ৷
যার আলোক শিখা রবির কিরণকে হার মানাবে ৷
চন্দ্রিমার সুললিত জ্যোৎনার সুরভিত সৌরভকেও ম্লাণ করে দেবেই তা বলাই বাহুল্য
মুন ৷
আমার ভাবনার আকাশে কল্পজগতে তুমি যে কাদম্বরি,
স্বপ্নের বাসরে তুমি যে মানসী প্রিয়া,
তা তুমি তো ভালো করেই জানো,
তবে কেন তোমার ব্যবহারে খেলে না কোনো স্বর্ণ কমল তা বলতে পারো তুমি ?
তোমার মনের মর্মস্থলে যদি কোনো মদনমোহনের মুর্তি তোমার মন মন্দিরে মনঃপুত কর,
সেই বিগ্রহের বিরহে তুমি যদি বিগলিত হও,
তোমার মন পাথারের তরীর বহরে,
তবে তোমার বদনে বসিয়ে দাও তার বাসন্তী রঙ বাহা,
এত লুকোচুরি কেন অর্চণা ?
অচ্ছুতের আধারে তবে কেন তোলো অশান্ত হিল্লোল,
মনপবনে কেন বইয়ে দাও চলন্ত ধ্রিয়ান ?
কেন তবে শিরা ধমনীতে ডাকাও অশান্ত জোয়াড়ের প্রলয়ংকারি বাণ ?
বলতে পারো তুমি ?
শত প্রতিকূলতার প্রতিকূল পরিস্থিতে আমি যে তোমায় সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসি,
তার প্রতিদানের প্রতিশ্রুতির প্রতিরূপ বুঝি এই না পলি ?
কি ভাবছ তুমি মল্লিকা ?
পরিশেষে আবারও হৃদয় নিগরানো ভালোবাসা জ্ঞাপন করে,
এইখানেই যবনিকা পাত করলাম অতসী ৷
আশা করি এর উত্তর তুমি দেবেই রমা ৷
———- ইতি——-
তোমার প্রিয়তম
আমি ৷

Powered by themekiller.com