Breaking News
Home / Breaking News / কবি ইব্রাহিম সেখ এর কবিতা “অতলান্ত সাগরে”

কবি ইব্রাহিম সেখ এর কবিতা “অতলান্ত সাগরে”

*** অতলান্ত সাগরে ***
ইইব্রাহিম সেখ,রাজারামপুর, মুর্শিদাবাদ (পঃব)
*******************************
মহাসিন্ধুর অতলান্ত গহ্বরে জীবনের ঢেউ
প্রতিনিয়ত তরঙ্গের তুফান তুলে,
মহাবিশ্বের দুর্গপ্রাচীরে জীবনের কারাবাস।
মুক্তির সোপানে উঠতে অপারগ–
প্রতিদিন–প্রতিক্ষণ অসমাপ্ত সংগ্রাম
ব্যর্থতার জঞ্জালে অতৃপ্ত আত্মার আর্তনাদ!
কান্নার সাইরেন ধ্বনি বাজছে আকাশে —
বাতাসে,জলে স্থলে হৃদয়ের লোহিতাভ সাগরে।
ঝরা পাতার মতো জীবনের ঝরে পড়া–
কুয়াশার অন্তরালে উষ্ণ অশ্রুসিক্ত চোখ
কয়জন খুঁজে দেখে জীবনের ধারাপাত!
মৃত্যুর সাথে হামাগুড়ি, শেষ সীমান্তে সফেদ—
ছায়াপথে অগণিত আশার করব,
নীলাদ্রির শিখরে সমাধি সৌধমালা!
পূর্বে যারা গিয়েছে কেউ ফিরেনি,
আর যারা যাবার জন্য প্রস্তুতি নিচ্ছে —
সাপ্ত সগরের কোন ঢেউয়ের দোলায়
কোন তীরে নঙ্গর বাঁধবে কেউ জানে না।
মানব সাগরে– মানবতার নিস্তেজ স্রোত
ডুবুরি ও খুঁজে পায়না পরশ পাথর,
পৃথিবী ঘুরছে, আমারা দেখছি স্থির —
বুঝতে পারিনা-জীবনের অন্তরালে
মহাবিশ্বের মৃতুর চলছে বাসর!!

রচনাকাল (২৪ শে অগ্রহায়ণ ১৪২৮ সাল)

Powered by themekiller.com