Breaking News
Home / Breaking News / কবি রূপক বরন বড়ুয়া এর কবিতা ” না ভেতরে না বাহিরে”

কবি রূপক বরন বড়ুয়া এর কবিতা ” না ভেতরে না বাহিরে”

না ভেতরে না বাহিরে
রূপক বরন বড়ুয়া

তোমাকে এগিয়ে দেবো; না বলবো থাকো না আর কিছুক্ষণ, খাটের পাশে রেখে এসেছো ওম
দোমড়ানো মোচড়ানো, পোড় খাওয়া কথাকলি
আঁচল উড়ে গেলে বাস্তুুহীন বৃন্ত, কথা কম, শীতল দম বসন্তহীন বসতি,বিস্মরণ।

না প্রেম না সংসার খুলে গেছে দাঁতের কপাট
নৃশংস আয়ুর দাপট, এনামেল লোপাট
যন্ত্রে অন্ত্র অর্থহীন মন্ত্র একাকিত্বের ধারাপাত
না শ্লোগান, না প্লেকার্ড না ফেস্টুন
না বিক্ষোভ, না বিপ্লব ক্ষরণ প্রপাত।
মাস্টার-দা, মাস্টার-দা প্রীতি গেলো লতা রেখে
জীবন ফুরায় ঋজু দেহ বেঁকে, জল সেঁকে সেঁকে
তবু চাই তুমি আরেকটু থাকো! কেতর চোখে
স্মৃতির পালক ওড়ে জলের নোলক নড়ে ধুকপুক,বুকে।

এক পা ভেতরে এক পা বাহিরে কস্তুরী গন্ধ
উনিশের এখন বিষের।তোমাকে রাখতে চাই
পারিনা! রুক্মিণী এখন চাঁদমণি, রাধু সাবধানে যেও বারবার এসো না।

Copyright 25/11/2021@RBB 823

Powered by themekiller.com