Breaking News
Home / Breaking News / কবি গোবিন্দ সিংহ এর কবিতা ” ক্ষনিকের জন্য “

কবি গোবিন্দ সিংহ এর কবিতা ” ক্ষনিকের জন্য “

বিভাগ: কবিতা
শিরোনাম: ক্ষনিকের জন্য
কলমে: গোবিন্দ সিংহ
১০/১২/২০২১
***************************************
আমার রঙের রঙে রং মিলালে চলবে না তাই,
সাত সুরেতে গাইযে গান সেই সুরেতে ধরো ভাই।
ভোরের দরোজা খুলে চলতে হবে একলা পথে,
ঝড় ঝাপটা আসবে কত ভয় করোনা আঁধার রাতে।
সত্য পথে চলো তুমি ঘুচবে তোমার দুঃখ যত,
সেই গানটি গেয়ে যাই বেড়েই চলে দুঃখ তত।
আকাশ পরে বাদল ছায়ে নামবে বৃষ্টি ঝরঝরিয়ে,
হাসবে আবার রবির আলো উঠবে তারা ঝিকমিকিয়ে।
ক্ষনিকের এই লুকোচুরি নয়তো সে চিরদিনের,
নাচায় খেলায় এক সুতোয় বেঁধেছে গাঁঠ এই ভুবনের।
কেমনে করি প্রকাশ সবার মাঝে নাই নাই নাই,
তাইতো গোপনে কাঁদিয়া সেই গান গেয়ে যাই।

Powered by themekiller.com