Breaking News
Home / Breaking News / কবি আলো’র “স্বপ্নের পায়তারা”

কবি আলো’র “স্বপ্নের পায়তারা”

স্বপ্নের পায়তারা
~আলো✍️✍️

আজ আকাশটা বেশ মেঘলা। শরৎরানীর থেকে যাওয়া বায়না মাখা কান্না শেষে হেমন্তের শুভ্রতার মাঝেই শীতের আভা প্রকৃতিতে কেবল পড়লো বলে। স্কুল কলেজ সব বন্ধ বোর হয়ে যাওয়া মনে হঠাৎই সজীবতা আনলো হেমন্ত রানীর শীতল স্পর্শ। কিন্তু হঠাৎই আকাশের মুখ গম্ভীর হয়ে এক পশলা বৃষ্টি শুরু হতে লাগলো। আমি জানালার গ্লিলটা ধরে দাড়ালাম অন্যান্য দিন বৃষ্টির ফোটা যেন মনের ভিতর অন্যরকম শিহরণ জাগায় কিন্তু আজ তার ব্যতিক্রম। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন বুলেটের মতো বুকের ভিতরে বিঁধছে। ভাঙচুর হচ্ছে বুকের ভিতর বৃষ্টির তীব্রতায়। ভীষণরকম শূন্যতা অনুভব করছি। কিন্তু বুঝতে পারছি না এই শুন্যতাটা কি। তবে একটা স্বপ্ন অদৃশ্য ছায়ার মতো কদিন যাবৎ পায়তারা করে বেড়াচ্ছে। হতাশার চাঁদরে মুড়িয়ে ফেলছে আমার নিশ্বাস-প্রশ্বাস। চোখের পাতা বন্ধ করতেই সেই একই স্বপ্ন ছয় দিন হলো দেখছি। কিন্তু এর কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। বার বার স্বপ্নের পাতায় ভেসে আসছে “আমার বিয়ে”। প্রথম যেদিন দেখলাম একরাশ হাসিতে মেতে উঠি দ্বিতীয় দিন তৃতীয় দিনও তাই কিন্তু চতুর্থ দিনও একই স্বপ্ন আমাকে ভীষণ করে ভাবায়। কারো কাছে বলতে গেলে তারা অট্টহাসিতে তা উড়িয়ে দেয়। কিন্তু আজ পর পর ছয়দিন হলো একই স্বপ্ন। তবে এ স্বপ্নের সমাপ্ত হয়নি অসমাপ্তই রয়ে গেছে। আমি কারো কাছেই এর ব্যাখ্যা খুঁজে পাইনি যার ভাবনায় আজ বুকের ভীতর হাসির বদলে তীব্র আতংকের বন্যা বইছে। হতে পারে আমার এই ভাবনার কোনো ভিত্তি নেই তবুও বিপদের শঙ্কা যেনো হৃদকম্পনকে থামিয়ে দিচ্ছে। হতে পারে এটা অতি সাধারন কেবলই জোকস এর পাতায় মানায় বাস্তব জীবনের ওপর প্রভাব ফেলে এমন গভীর ভাবনায় নয়। কিন্তু তবুও আমি এর গভীরতায় ডুবে যাচ্ছি। সারা দুনিয়াটাই কেমন যেনো অপরিচিত মনে হচ্ছে। কেবলই মাথায় ঘোর পাক খাচ্ছে কি এই স্বপ্নের ব্যাখ্যা? কিন্তু এর উত্তর এখনও আমার কাছে অস্পষ্ট তাই সকল ভাবনার অবসানে একটা কথাই বার বার মনে হচ্ছে হয়তো আমার মৃত্যু খুব সন্নিকটে।

# নিজের মৃত্যু ভয়ে আতংকিত নই
ভয়টা তো আপনজনদের মৃত্যুতে
আল্লাহ সকলকে সুস্হ রাখুক ভালো রাখুক।

Powered by themekiller.com