Breaking News
Home / Breaking News / কবি প্রহ্লাদ ভৌমিক এর কবিতা “অভিঘাত”

কবি প্রহ্লাদ ভৌমিক এর কবিতা “অভিঘাত”

কবিতা ।।
শিরোনামঃ অভিঘাত ।।
কলমেঃ প্রহ্লাদ ভৌমিক ।
তারিখঃ ০৯-১২-২০২১

অভিঘাত ।। প্রহ্লাদ ভৌমিক ।

একটা কালজয়ী নদীর মুখোমুখি এসে দাঁড়ালে
দু’চোখ এমন জুড়িয়ে যায়
যেন দু’চোখে পলকই পড়ে না
হারিয়ে যায় মন,প্রাণ এক অমোঘ টানে

ছলাৎ। ছলাৎ শব্দে সোহাগ ছড়িয়ে যায় নদী
ছড়িয়ে যায় খলবলে জলের অনন্ত স্রোতের
নিবিড় নাব্যতায়…

অরণ্যভূমিতে ছুঁয়ে আছি ছায়াগাছ
ছুঁয়ে আছি গোধূলি বেলার দিগন্তরেখা
আর ভালোলাগা থেকে উথলে ওঠা
যত স্বপ্ন ও শিহরন…

ভালোলাগা – না লাগা আর ভালোবাসা-না বাসার
গভীরেই এই নদী জন্ম ও জীবন
যার গভীর গহন অনন্ত শব্দে ভরে যায়
ভরে ওঠে আলোর উদ্ভাসে

চন্দ্রাহতের মতো চোখ ফেরাই
দৃশ্য বদলের দৃশ্যের দিকে
আর নতুন নতুন সম্ভাবনার সুরে গান গেয়ে উঠি ।

Powered by themekiller.com