Breaking News
Home / Breaking News / কবি শ্রীমন্ত দাস এর কবিতা “এমন একটা পৃথিবী চাই”

কবি শ্রীমন্ত দাস এর কবিতা “এমন একটা পৃথিবী চাই”

এমন একটা পৃথিবী চাই
কলমে:শ্রীমন্ত দাস
তারিখ:০৯/১২/২০২১
———————————-
এমন একটা পৃথিবী চাই
যেখানে জানলা দিয়ে অমল রোদের রশ্মীচ্ছটায়
সবাই হবে পুলকিত,
আলতো স্নেহের পরশ আলোয়
খুব যতনে আদরেতে শুকবে ক্ষত।

এমন একটা পৃথিবী চাই
যেখানে ভুখা শিশু অনাহারে
হাতড়াবে না মায়ের শুখা স্তন্যযুগল
অধির হয়ে বারে বারে।

এমন একটা পৃথিবী চাই
যেখানে ঘরে ঘরে আলো সবার পৌঁছে যাবে,
অশিক্ষার ঐ আঁধার চিরে চেতন আলোর বর্তিকাতে,
আলোয় আলোয় ভরবে সবে।

এমন একটা পৃথিবী চাই
যেখানে ওষুধ বিনা আবছা আলোয়
কোন রোগী কাতরাবে না পথের বাঁকে,
সেথায় যেন সবার জন্য ওষুধ পত্র পথ্য পাতি
মজুত থাকে।

এমন একটা পৃথিবী চাই
যেখানে মা বাবা আর থাকবে নাকো
বৃদ্ধাশ্রমের মলিন ধূলায়,
ধূলি ধূসর থাক না সে নীড়
সমাদরে থাকুক সুখে নিজ কুলায়।

এমন একটা পৃথিবী চাই
যেখানে রামের সাথে রমজানেদের
থাকবে না ভেদ,
ধর্ম নামক ধ্বজাটাকে পুড়িয়ে ফেলে
মিটবে সে খেদ্।

এমন একটা পৃথিবী চাই
যেখানে মাৎস্যন্যায়ের রথের চাকা
ঘুরছে জোরে,
গো-বেচারা চুনোপুটি যাচ্ছে মারা,
ঘুরে দাঁড়াক ভাঙুক চাকা আচ্ছা করে।

এমন একটা পৃথিবী চাই
যেখানে সূর্যালোকের অকৃপণ
ঐ আলোর রেখা,
সবাই লুটুক মজার সাথে
সাম্য নীতির জীবণ শিখা।

error: Content is protected !!

Powered by themekiller.com