Breaking News
Home / Breaking News / কবি আবু তা‌হের এর কবিতা ” বিপরীত দুই “

কবি আবু তা‌হের এর কবিতা ” বিপরীত দুই “

* বিপরীত দুই *
আবু তা‌হের, ০৯/১২/২০২১

স্রষ্টার সৃ‌ষ্ট বিশ্বব্রহ্মাণ্ডে বস‌তের দুই জগত,
ইহ‌লৌ‌কিক সৃষ্টি আর পার‌লৌ‌কিক মত।
জাগ‌তিক জগ‌তেও র‌য়ে‌ছে দুই ঘর বসত,
পূ‌ণ্যের সৎ বসত আর পা‌পের বসত অসৎ।
সীমাহীন জীব‌নেও হ‌বে জা‌নি বসত দুই ঘর,
নরক অ‌গ্নি বসত আর বহতা ন‌দীর নহর।
‌বিশ্ব সংসা‌রে জী‌বের বসবাস দুই ধর‌ণের,
মি‌লে‌মি‌শে বসবাস এখা‌নে নারী ও নরের।
ভা‌লো মন্দের পায়চা‌রি এখা‌নে পাশাপা‌শি,
বসত গ‌ড়ে‌ থা‌কে পৃ-‌তে বিশ্বাসী, অ‌বিশ্বাসী।
পাশাপা‌শি হাটাহা‌টি ভূ-তে সত‌্য আর মিথ‌্যার,
স্রষ্টারই সৃ‌ষ্টি নূ‌রের ফে‌রেস্তা, অ‌গ্নি পাপাত্মার।
হস্ত প্রসা‌রিত ক‌রে দান ক‌রে দানশীল মন,
কৃপ‌ন আগ‌লে ‌রাখে এখা‌নে, কারু‌ণের ধন।
আনন্দ বেদনা হা‌সি‌ কান্না চ‌লে দিবা নিশীতে,
দুঃখ বি‌নে সুখ উপভোগ যায় না করা ম‌হি‌তে।
উত্তম কর্ম মা‌ঝে মান‌বের ম‌রেও জীবন,
অধম কর্ম মা‌ঝে মান‌বের বে‌ঁচেও মরন।
ইহ‌লৌ‌কিক পা‌পে পার‌লৌ‌কিক অ‌গ্নি দুখ,
জাগ‌তিক পূ‌ণ্যেই হ‌বে পরজাগ‌তিক সুখ।

Powered by themekiller.com