বিভাগ-কবিতা
শিরোনাম-বিপর্যয়
কলমে-আশীষ কুমার পাল
তাং-08.12.2021
সোনার ধানে ভরবে গোলা
চাষীর ঘরে আনন্দ রোল
জাওয়াদ এসে করলো মাটি
খুশীর ঘরে বাঁধায় গোল।
ঝড়ছে বারি সারাটা রাত
জাগছে চাষী গভীর দুখে
পাওনাদারের পায়ের রব
উঠছেনা হাত খিদের মুখে!
জলের তলায় ডুবে গেলো
এতদিনের পাশব শ্রম
সোনালী ধান চাষীর ঘরে
মনে হয় যেনো দৃষ্টিভ্রম!!
গামছা ভরে পরম সুখে
আলের পাশে চিবায় মুড়ি,
সেদিনটাতো অতীত এখন
দেনার দায়ে গলায় দড়ি!!
ধান রয়েছে মাঠে পরে
চাষী পরে ঘরের মাঝে,
চাষী বৌ এর তুলশী তলায়
জ্বললনা দীপ গোধূম সাঁঝে!