Breaking News
Home / Breaking News / কবি শ্রী দীপ এর কবিতা ” এক মৃত্যু অনেক যন্ত্রণা”

কবি শ্রী দীপ এর কবিতা ” এক মৃত্যু অনেক যন্ত্রণা”

এক মৃত্যু অনেক যন্ত্রণা,
শ্রী দীপ,,
একটা আকাশ চাই ছন্দহীন ভাবে বলেছিলাম,
ওরা কেউ পাত্তা দেয় নি,
ওরা দূর দূর করে তাড়িয়ে দিল,,

এক দিন আমি গেলাম ভীষণ কোনো উচ্ছ্বাস নিয়ে ব্যস্ত সময়ের সাথে
এক অজানা সন্ধ্যায়,
আমি সেদিন দৃঢ় ছিলাম আমার আপন সংকল্পে, আমি সজাগ দৃষ্টিতে দেখেছিলাম
ঐ অন্তঃপুর, ঐ কারাগার আর অস্পপৃস্য অনুভূতি
আর পৈশাচিক অত্যাচার —–

আমি আর নিশ্চুপ থাকতে পারি নি,
আমি গর্বিত মানুষ হয়ে গর্জে উঠলাম ভীষণ এক অহংকারে, বললাম আমরা সবাই মানুষ,,
আমি তোমার সাম্রাজ্যের মানুষ হতে চাই
প্রজা নয়,
আমি মানুষ হতে চাই, প্রজা নয় আর তুমি ও
কোনো রাজা – মহারাজা ন ও
আমি মানুষ হতে চাই,,

error: Content is protected !!

Powered by themekiller.com