Breaking News
Home / Breaking News / কবি নুরুন্নাহার মুন্নি এর কবিতা ” ভালোবাসার দোলাচলে “

কবি নুরুন্নাহার মুন্নি এর কবিতা ” ভালোবাসার দোলাচলে “

ভালোবাসার দোলাচলে
নুরুন্নাহার মুন্নি

আমি প্রেম জানি,অহংকার বুঝিনা,
অনুভব করি,শিহরণ চিনি না,
আমি তোমায় চিনি,
তোমার ভেতরটা জানিনা।
যে হারিয়েছে সে অসুস্থ অভাগী,
আমি দেখেছি সেই সূর্য কিরণ;
তাই শূন্য হাতে দাঁড়িয়ে আছি,
আমি এক নমনীয় ভিখারি।
আমি নির্বাক, নিরুৎসাহিত করুণার পাত্র দুহাতে আলিঙ্গন করেছি,
মেখেছি তোমার স্নিগ্ধ ঘ্রান,
অশোভন আলিঙ্গনের আগুনে আহত করেছি আমার ভালোলাগার শব্দাঙ্গন।
আমার ভুবনে আমি ছড়িয়ে দিয়েছি লাস্যময়ী অসমর্থ আসন, যেখানে বিন্যাস নেই, অলিখিত ইতিহাস,
আমি তোমাকে ই করি নির্মান, আমি নিরব কারিগর।
উত্তপ্ত নদীতে হঠাৎ বৃষ্টি,
বেসামাল হবে সবকিছু,
নিয়ম ভাঙার শব্দ শুনতে পাবে,
গুনতে পারবেনা কষ্টটুকু।
আড়াল হয়ে রবে-না বলা কথার বুকে,
সোনাঝরা দিন গুলো।
যে চোখে কাব্য দোলাচলে,
আমি নিঃস্ব হবো নির্দ্বিধায়,
সে চোখের সম্মোহনে।
শুধু প্রতিক্ষার নীড়ে বিস্ময়ে, অবাক তাকিয়ে থাকা।
মোহমুগ্ধতায় ভরা নির্লোভ ভূমিতে আমি ভালোবাসার চাষাবাদ করে যাই,
তোমার দেখা নাই তবুও
তোমার দেখা নাই।

Powered by themekiller.com