Breaking News
Home / Breaking News / কবি কানিজ ফাতেমা এর কবিতা ” মন”

কবি কানিজ ফাতেমা এর কবিতা ” মন”

**মন**

বাতাসের ফিসফাস শব্দ আর নদীর কলতান,
দোয়েল,কোয়েল,শ্যামা আর কোকিলের কুহুতান,
নীল আকাশে ভাসমান সাদা কালো মেঘের ভেলা,
রোদ,বৃষ্টি,ঝড়!আছে আরো কত কিছুর মেলা,

তবে সবকিছুর চেয়ে দুর্বোধ্য মনে হয় মানুষের মন,
পৃথিবীর সুন্দর সবকিছু মহান আল্লাহতায়ালার দান,
মনের খাঁচাটিও পরম যত্নের আভরণে আচ্ছাদিত,
সৃষ্টির সেরা এ মানুষজাতি সুন্দরের বন্দনায় লালিত,

তবুও অসুন্দর খেলা করে এ মনের ছোট্ট ঘরে,
কেউ করে অভিনয়, নিজেরে দরবেশ মনে করে,
কেউ দানবীর,কেউ আবার করে ছলনা অন্তরালে,
কেউ ঘাপটি মেরে বসে থাকে মুখোশের আড়ালে,

অসুন্দর মনের দানবেরা বুঁদ হয়ে রয় রাজ্য দখলে,
আর সুবোধ প্রাণ ওড়ে প্রজাপতির মতো পাখা মেলে,
কাশফুলের মতো নরম অন্তর গুলো নীরবে কাঁদে, জীবনের ক্যানভাস পড়ে অশুভ চিহ্নের ছায়ার ফাঁদে,

অন্তর্দর্শন বলে,অসুন্দরের ভিতর সুন্দর লুকিয়ে থাকে,
ভালবাসি শুধু বিনয়াবনত সুন্দর মনন লালিত প্রাণকে।

কানিজ ফাতেমা
০৬/১২/২০২০

Powered by themekiller.com