Breaking News
Home / Breaking News / কবি খন্দকার এম এ সালাম এর কবিতা “উল্টো পাল্টা”

কবি খন্দকার এম এ সালাম এর কবিতা “উল্টো পাল্টা”

দৈনিক কবিতা প্রতিযোগিতা
শিরোনামঃ”উল্টো পাল্টা”
লেখকঃ খন্দকার এম এ সালাম
তারিখঃ ০৮/১২/২০২১ ইং

সত্য পড়েছে মিথ্যায় ঢাকা
সত্যের নাহি দাম,
আজব বিশ্বে আজব কাহিনী
আজব যে কাজকাম।

নির্বোধে কহে বড়ো বড়ো কথা
জ্ঞানী গুণী রহে চুপ,
কুনোব্যাঙ ভাবে এটাই সাগর
দেখিয়া মাটির কূপ।

অন্ধরা করে দিকনির্দেশ
লঙ্গরা মারে লাথি,
মীরজাফরেরা বন্ধু সাজিয়া
হচ্ছে চলার সাথী।

ভিক্ষুকে চায় দিতে প্রণোদনা
বিত্তশালীকে খোঁজে,
মূর্খরা সবে শিক্ষিতদের
উল্টো কোমরে গোঁজে।

গুণ্ডারা দেখি হয় খ্যাতিমান
চামচারা পায় পদ,
উল্টা পাল্টা এ রীতি নীতির
করবে কে বলো রদ?

শক্তির বলে মিথ্যা উল্টে
বানাচ্ছে খুব সত্য,
মহাসত্যিকে করছে মিথ্যা
দিয়ে ক্ষমতার পথ্য।

অযোগ্যরা যোগ্য সাজিয়া
স্বীকৃতি করে দাবি,
মালিকেরা আজ ঘোরে পথে পথে
চোরদের হাতে চাবি।

error: Content is protected !!

Powered by themekiller.com