Breaking News
Home / Breaking News / কবি সুপ্রিয় ঘোষ এর কবিতা ” অন্ধকারের আলো কি”

কবি সুপ্রিয় ঘোষ এর কবিতা ” অন্ধকারের আলো কি”

।। অন্ধকারের আলো কি ।।

দুর হতে শুনি গগনে রনিত স্বর,
কে তুমি ? কে গো তুমি ?
উত্তর নেই,
চারিদিক নিঃশব্দের মন্বন্তর।
আবারও, আচম্বিতে ধ্বংসকালের ধ্বনি,
কে তুমি ?
এবার, পাড় ভাঙনের অনুরণিত উত্তর,
আমি, আমি, শুধুই আমি।
উপলব্ধির ক্ষণ কাল পরিচয়ে
সে যেন এক অহংবোধের সাক্ষর;
কেউ মেনে নেয়, কিছু থাকে মতান্তর।
আত্ম আর অহং-এর প্রজজনে
নিষিক্ত সকলই জাতি ও কুল।
বিবেচনার মানদণ্ডে, কখনও কিছু ঠিক,
আর কিছু রয়ে যায় ভুল।
আত্মস্বার্থ হননের ভীত শঙ্কিত মনে
দাম্ভিকতার তপ্ত অহংবোধে
ভুলগুলো সবই ঠিক, অসংযত দৃষ্টিতে,
সংস্কারহীন, অনাগ্রহী অহংরোধে।
মোহভঙ্গের পল বুঝায় সে সবই
আত্মোপলব্ধির শেষ সহবাসে,
মানুষ যদি মানুষের মত হয়,
আমি-তুমি সব অভিন্ন ভালবাসে।
ফেরার দিনে প্রসঙ্গের ইঙ্গিতে
নিজেকে হানিল প্রশ্ন, কে আমি?
প্রত্যুত্তরে মননের অভিঘাতে
মানিল, সকলই জানে অন্তর্যামী।

@সুপ্রিয় ঘোষ
রচনাকাল ০১\১১\২০২১
কলকাতা

Powered by themekiller.com