Breaking News
Home / Breaking News / কবি ওমর ফারুক খাঁন (রোয়েল) এর কবিতা “সাধ “

কবি ওমর ফারুক খাঁন (রোয়েল) এর কবিতা “সাধ “

“সাধ”

_______🖊ওমর ফারুক খাঁন (রোয়েল)
তাং- ০৭,১২,২০২১ইং

আমি যদি গাংচিল হইতাম-
পাড়ি দিতাম দূর ঐ মদীনারি পথ।
নয়ন জুড়ায়া দেখিয়া লইতাম-
মোর নবীজির রওজা মোবারক।।

সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হইয়া-
না দেখার সাধ বুকে লইয়া।
পড়ে আসি কাঙাল বেশে।
মনে লয় হাওয়ায় ভেসে-
ছুটে যাই আরব দেশে।
যে দেশেতে জন্মেছেন মোর নবীজি হযরত।।

কতো পাহাড় দেখলো তারে—
কতো বাহন সাক্ষী ওরে—
বরাক্ও বাদ গেলো না রে—।

সৃষ্টির শ্রেষ্ঠ ইনসান হইয়া-
না দেখার সাধ বুকে লইয়া।
পড়ে আছি কাঙ্গাল বেশে-
মনে লয় হাওয়ায় ভেসে।
ছুটে যাই আরব দেশে।
যে দেশেতে জন্মছেন মোর নবীজির হযরত।।

Powered by themekiller.com