Breaking News
Home / Breaking News / কবি আবু জাহিদ এর কবিতা “অন্তহীন”

কবি আবু জাহিদ এর কবিতা “অন্তহীন”

তারিখঃ- ৭/১২/২০২১
কলমেঃ- আবু জাহিদ
কবিতাঃ-
★ অন্তহীন★

মুসল ধারে বৃষ্টি ঝরে
বাসে চড়ে যাচ্ছি দূরে
জানলা পাশে বসে বসে
আবছায়াটা যত্নে ঘসে
দেখছি পাশের দৃশ্য সকল

লাগছে সকল মন ভুলানো
লাউশাক আর উচ্ছে মূলো
একটা ছোট খাল পেরুলো
কালো জলের বিন্দু গুলো
ভুলিয়ে দিলো জার্নি ধকল!

সারি সারি তালের গাছে
উর্ধ্ব- মাথা দাঁড়িয়ে আছে
মাঠ পেরিয়ে গাঁয়ের কাছে
লাগছে যেন ছুটছে পিছে
বিস্ফারিত নেত্র আমার সদা

পানা কচুর ফুল ফুটেছে
দুষ্ট ছেলের দল জুটেছে
বৃষ্টি ভেজার সাধ মিটেছে
শীতে দাঁতে দাঁত কেঁটেছে
সারা গায়ে জড়িয়ে আছে কাঁদা!

একটু পরের একটি ছবি
মনকে নাড়া দিলো খুবই
শীতে হাওয়া আসছে বলে
জানলা এঁটে রই সকলে
পরনে-ও গরম কাপড় আটা

কিন্তু মাঠে ঐ-যে কৃষাণ
কাজের তাহার নাই অবসান
উদাম গতর বৃষ্টি বা বান
দেহের মাঝে থাকিতে প্রাণ
কাজ চলে তার শেষ হয়না খাটা।।

রচনা কালঃ- ৬/১২/২০২১

Powered by themekiller.com