Breaking News
Home / Breaking News / কবি চৈতালী ধর বারিক এর কবিতা “জোছনা”

কবি চৈতালী ধর বারিক এর কবিতা “জোছনা”

শিরোনাম-জোছনা
কলমে-চৈতালী ধর বারিক
তারিখ -০৬/১২/২১
#দৈনিক_শব্দনগর

রাতের অন্ধকার আমার মাথা থেকে পা পর্যন্ত ছুঁয়েছিল তবুও টের পায়নি ভোরের আলোর
নিস্তব্ধতা গ্রাস করে অর্ধেকের বেশি, তবুও আধিপত্য খিলিখিল শব্দের।

কেউ প্রশ্ন করেছিল এক যুগ আগে, তুমি চশমা ভালোবাসো?
উত্তরে বলেছিলাম চাঁদকে দেখার জন্য চশমাই ভরসা!
সেও বুঝেছিল,আসেনি আর….

শুধু জোছনার ফেরিওয়ালা হতো প্রতি চোখভেজা রাতে।

সে তো স্বপ্ন, তাকে কল্পনা করা গেলেও বাস্তবে রূপ দেওয়া যায় না, ছোঁয়া যায় না…..
মেদজমানো যত ভাঁজ মেলে দেওয়া যায় না তার জোছনার মৃদু আলোয়!

কলঙ্কিত হতে দোষ কি আর পুরো চাঁদটাই যখন নিজের!

✍️চৈতালী ধর বারিক

error: Content is protected !!

Powered by themekiller.com