সুখে আছি কাব্য সরোবরে
-মো.হুমায়ুন কবির
তুমি চলে গেছো বলে দুঃখ নেই
এইতো দিব্যি আছি
চোখের পাঁপড়িতে জমেনি বিরহ
বুকের গভীরে গোলাপ পাঁপড়ির মতো
থরে থরে দুঃখ
করেনি ভারাক্রান্ত আমাকে
তুমি চলে গেছো বলে পরাজিত নই আমি
ছুটছি জীবন যুদ্ধের বিজয়ী সীমানায়
হৃদয়ে গড়েছি কাব্য বাগান
চারা যার ক্রমশঃ গাছ
অতঃপর ফুল এবং ফল
অবশেষে কবিতা
বুকের গভীরে আমার বিস্তৃত অরণ্য
বৃক্ষের ডালপালা যতো কবিতা হয়ে
হাওয়ায় সাঁই সাঁই মাতামাতি
বসন্তে প্রস্ফুটিত ঝকমকে এক বনানী
হৃদয়ে ছলছল ছন্দ নদী
ছুটছে ক্রমাগত উপমার সমুদ্রমুখী
হৃদয়ে পেতেছি স্বচ্ছ সরোবর
জল যার নিভৃত টলোমল
তুমি চলে গেছো তবু আমার
ভিজলো না চোখ
এইতো দিব্যি আছি
আমার একান্ত কাব্য সরোবরে।
০৭.১২.২০২১