Breaking News
Home / Breaking News / কবি মাতাল ঈমাম এর কবিতা ” কি মায়া লাগাইলে “

কবি মাতাল ঈমাম এর কবিতা ” কি মায়া লাগাইলে “

০৬/১২/২০২১-
-মাতাল ঈমাম-
গীতিঃ-কি মায়া লাগাইলে

মানেনা হিয়া কেমনে যাইবো ছাড়িয়া অন্তরে
লাগিলো প্রেমসিন্ধুরে,কি মায়া লাগাইলো সোনা
বন্ধু।।

সগোত্র স্বজন ভুলেছি যত আপনজন বাড়ি
যাইতে পথ ভুলেছি দেখে চাঁদবদন,খাওয়াইয়া
পিরিতের মধু বন্ধে করলো কি জাদু,উতলা
করিলো হৃদয়সিন্ধুরে, কি মায়া লাগাইলো সোনা বন্ধু।।

মন বান্দিলো প্রেমের সুতায় করি কি উপায়
আরশিতে ধরেনা যেই রূপ কেমনে ভুলা যায়।
শ্যামলও সুন্দর রূপে কাড়িলো অন্তর
দেখে আকিুল রূপের মহাসিন্ধুরে,কি মায়া
লাগাইলো সোনা বন্ধু।।

যাঁর লাগিয়া দিবানিশি ব্যাকুল থাকে মন,আমি
ভাষায় কি বোঝাইতে পারি চান্দের বিবরণ,
মাতাল ঈমামের মনে বন্ধুর প্রেম আলিঙ্গনে
এক জনমে ভরবে না সাধসিন্ধুরে, কি মায়া
লাগাইলো সোনা বন্ধু।।

ঈমাম উদ্দিন(মাতাল ঈমাম)

error: Content is protected !!

Powered by themekiller.com