Breaking News
Home / Breaking News / কবি পিংকু দাস এর কবিতা ” অমলতাস “

কবি পিংকু দাস এর কবিতা ” অমলতাস “

……..অমলতাস……

আজ সারাদিন বৃষ্টিপাতে জ্বলে যাওয়া
এতো ঝমঝম শব্দের মাঝে শূন্যতা খাঁচা পুষেছে
শুধু অলিকনামা গড়মিল সূচিপত্র দেখায়
ভোর আর গোধূলির আলোমাখা আকাশপটে
কান্নার রেখা বেতাল হেঁটে গেছে, আলগোছে জীবন
কোনো বুকপকেটে গুঁজে দেওয়া অমলতাস
মুখ তুলে সরল শিশুর মতো ডেকে ডেকে নিশ্চুপ
পাগল পা শুধু একটু ভিজবে বলে দিকশূন্য
অমলতাস পথে এসো,বৃষ্টিপাতে পুড়ে যাচ্ছে মৃত্যুর দৌড়।

error: Content is protected !!

Powered by themekiller.com