Breaking News
Home / বিচিত্র খবর / চলে যাচ্ছো যাও

চলে যাচ্ছো যাও

চলে যাচ্ছো যাও
-মো.হুমায়ুন কবির

আমার সবইতো ছিলো
ফুলদানি ভরা টসটসে গোলাপ
দৃষ্টিতে ব্যকুলতা
হৃদয়ে থইথই ভালবাসা
তবুও কেন এমন চলে যাওয়া?
চলে যাচ্ছো যাও ডাকবো না পিছু
তবে জেনো-
চলে যাওয়া মানে যাওয়া নয়
ঘুরেটুরে ফিরে আসা
প্রজাপতি সেওতো উড়ে উড়ে
ফেরে জায়গা মতো
পাখিও ফিরে আসে নীড়ে অবেলায়
তাই তোমাকেও ফিরতে হবে একদিন
চলে যাচ্ছো যাও ডাকবো না পিছু
না হয় টেবিলে জমবে ধুলো
শুন্য গ্লাস ভরবে না জলে
ময়লা জমবে বিছানায়
দক্ষিণা কপাট মেলে বসবে না কেউ
বেলা হলো বলে কেউ ডাকবে না আর
নির্মল সকাল বেলায়
বিকেলে চায়ের পেয়ালা জমবে না টেবিলে
সন্ধ্যায় বাগানের ঘাসে
খোঁপায় বেলী ফুলের মালা গেঁথে
শোনাবে না কেউ জীবনানন্দ দাশ
রাতে স্বপ্নীল আলোয়
শোনাবে না গান ঝরো ঝরো স্বরে
তবু জানি
চলে যাওয়া মানেই একেবারে যাওয়া নয়
অবশেষে নিশ্চিত প্রেমের অরণ্যেই ফিরে আসা
যেমন করে
শীতের হাওরে ছুটে আসা উত্তুরে পাখি
ফিরে যায় নীড়ে ঠিকঠাক
তাই চলে যাচ্ছো যাও যাও
ডাকবো না পিছু।

০৬.১২.২০২১

error: Content is protected !!

Powered by themekiller.com