Breaking News
Home / Breaking News / কবি শম্পা দাস এর কবিতা ” মধুমিতা “

কবি শম্পা দাস এর কবিতা ” মধুমিতা “

কবিতা—–মধুমিতা।
কলমে—শম্পা দাস।

4/12/21.

সূচীভেদ্য অন্ধকারে এক বিন্দু আলো তুমি ।
নির্মল বাতাসে খসে পড়া গাছের পাতায়, পাতা বাহারির রঙমিলান্তি।
কুয়াশা জড়ানো ভোরে রোদেলা শুভেচ্ছা ।
ধূ-ধূ প্রান্তরে রাখালিয়া বাঁশির মিঠে সুর তুমি ।

মনের আঙিনায় না-বলা ইচ্ছে তুমি,
দুকূলছাপা নদীতে ভেসে যাওয়া, কোনো
রমণীর কাঁখের কলস।
জোৎস্না রাতে মন -কেমন করা মন -খারাপ তুমি ।
বাদলা বিকেলে কোনো রমণীর বিরহী সঙ্গীত।

হাজার উপমার ভীড়ে ও তুমি যে আমার ভীষণ চেনা,ভীষণরকম কাছের একজন।
তুমি কে? তুমি কি তবে ঘুমন্ত কোনো আগ্নেয়গিরির অপেক্ষায়মান জ্বলন্ত লাভারাশি?
একদিন প্রতিবাদের আগুন ছড়িয়ে দেবে,এই
ঘুমন্ত সমাজে??
নাকি তুমি কোনো অবুঝ প্রিয়ার অভিমানী চোখের জল?যে আবেগী ধারায় স্নাত হয়
প্রেমিক-মন?

তুমি যেই হও না কেন,যে অলংকারের তোমায়
সাজাই না কেন, তুমি অনন্যা ,তুমি চির-পরিচিতা,আমার মনের মধুমিতা ।

Powered by themekiller.com