Breaking News
Home / Breaking News / কবি রাফিয়া সুলতানা এর কবিতা ” রাফিয়া সুলতানা “

কবি রাফিয়া সুলতানা এর কবিতা ” রাফিয়া সুলতানা “

* ঘুঘুর ডাক *
— রাফিয়া সুলতানা
04.12.20

গল্প কত‌ই শুনিয়েছিলো ছোটবেলায় নানী
পড়ে মনে আজও তাদের গোটা কয়েক খানি!
হাত ধরে তার দেখেছিলাম চোখভরা বিস্ময়ে,-
ছোট খাটো দৃশ্য কত‌ই চারিদিকে রয়ে!
ঘাসের উপর বিছিয়ে থাকা মাকড়সার জালে-
শিশির পড়ে রূপোলি হয় সূর্যালো চমকালে!
ঘাসের বনে ছোট ছোট হলুদ বরণ ফুল,
সাত ভাই চম্পা যেন আর বোন পারুল!
দূরে থেকে আসলে ভেসে ঘুঘু পাখির ডাক
মনে পড়ে কাহিনী সে শাশুড়ির- বুর্বাক!
ধান ভানতে দিয়েছিলো বৌমাকে যে তার-
মেরেই ফেলে বৌকে, চালের কমলে ওজন ভার!
পরে যখন করলো ওজন মিশিয়ে ধানের কুঁড়ো,
দেখে তখন মিলে গেছে পোয়ার মুখে পুরো!
ব্যাকুল হয়ে বৌকে তখন ডাকে বারংবার
ঘুঘুর বেশে- “ওঠো জিতু ! পোয়া পুর” এবার !
এমনি কত গল্প নানীর আজ‌ও পড়ে মনে-
স্মৃতিগুলি যত্নে যেন রাখা ব্রেনের কোণে!

Powered by themekiller.com