Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতুর কবিতা “আমি কেমন আছি”

কবি সারমিন জাহান মিতুর কবিতা “আমি কেমন আছি”

আমি কেমন আছি

সারমিন জাহান মিতু

২৬- ১১-২০২১

ইদানীং আর অভিমান হয়না কারো প্রতি,
সুতোর টান গুলো ছিড়ে গেছে কবে।
বোবা কৈশোর কৈফিয়ত চায়না কিছুর যেনো আজ,
রক্তের স্রোত গুলো বিপরীত মুখী,
কেউ আর কারো নেই আপন।
কালুর নতুন সংসারে মা যে কবে পর হয়ে গেছে,
ঠাঁই মেলা বড়ো জবরদস্তি – চোখের স্বপ্ন গুলো মুছে যাওয়া সিঁদুরের ধূলিসাৎ ধ্বংসস্তুপের মতো বুকের কোণে পড়ে আছে।
ভালোবাসার বন্ধন কবে যেনো সুদের নেশায় তছনছ,
জীবনটা পোড়া বালুর তাপমাত্রা এখন।
ঘূর্ণিঝড়ে -জলোচ্ছ্বাসে হাবুডুবু খাচ্ছে সম্পর্কের ইতিকথা,
হায় পোড়া মন তবুও শেষ পরিণতির পেছনে আগলে রাখে কিছু কিছু পুরনো স্বপ্ন।
বৃদ্ধ বয়সে গগণ কাকাবাবু কেমন করে আঁকড়ে ধরে হাঁটে কাকিমার হাত- বেঁচে থাকার লড়াইটা বেশ পাকাপোক্ত,
অথচ কতটুকু সময় আছে বাকি জীবনের শেষ সংলাপের।
তবুও কখনো কখনো জীবন বড়ো আপন কাউকে আরও আপন নিঃশ্বাসে মেলাতে চায়।
আমার ইচ্ছে গুলো শামুকের খোলে আটকে রাখি,
যদিও জানি জীবন মানেনা -মলিন হয়ে আসে শতছিদ্র বুকে নিয়ে।
কোন ছিদ্রটা আর ভরাট করা যায় না ভাবি,
কিন্তু প্রলেপ ঢেলে বাঁচতে হয় মরণ খেলার অপেক্ষায়।
স্বর্ণলতার মতো জড়িয়ে বাঁচতে চায় তোমাকে,
সেই কবেকার অন্ধকার বয়ে চলে অন্ধ গুহা কেউ – জানতে চায়না উষ্ণ আলো কতো প্রিয় তার।
তুমিও কোনদিন জানতে চেয়ো না – আমি কেমন আছি,
কোন রোদের মিষ্টি হাওয়ায় ভাসানো আমার মন-
তরী কি খুঁজে পায় পথ দেখানোর।

Powered by themekiller.com