Breaking News
Home / Breaking News / কবি লায়লা বিলকিস এর কবিতা “মায়ের ঋণ”

কবি লায়লা বিলকিস এর কবিতা “মায়ের ঋণ”

“মায়ের ঋণ”
–লায়লা বিলকিস
(২৫-২০-২১ইং)

মাগো তোমার কাছে ঋণী আমি
হাজার জন্মে,
তোমার ঋণ শোধ হবে না মাগো
এক জন্মে।
মাগো কে আমি?কোথায় ছিলাম?
নাহি ছিল পরিচয়,
দশ মাস দশ দিন গর্ভে ধরে দিলে
মোরে পরিচয়।
মাগো প্রথম যেদিন ভূমিষ্ঠ হয়ে
ডেকেছিলাম মা,
প্রসব ব্যথা ভুলে সুখে হেসেছিলে
তুমি মা।
মাগো হাটতে গিয়ে হোঁচট খেয়ে
পরেছি যতবার,
হাস্যমুখে শিখিয়েছো মোরে উঠতে
বারে বার।
মাগো কাজের ভীড়েও চোখে চোখে
রেখেছো সকাল সাজে,
আদর স্নেহ দিয়ে সদায় রেখেছো
বুকের মাঝে।
অসুখ হলে নিদ্রা ভুলে থেকেছো
পাশে বসে,
অশ্রুজলে প্রাণ ভিক্ষা চেয়েছো
খোদার কাছে।
মাগো জীবনে যতই দুর্গম পথ
এনেছে বিফলতা
দৃঢ় মনোবলে পাড়ি দিতে শিখিয়েছো
সফলতা।
মাগো তোমার ভাষায় এতো মায়া
কোথাও তো নাই,
এতো মধুর এতো যাদু কোথায় বলো
আমি পাই?
মাগো তুমি আমার স্বর্গ,নরক,তুমি
বেহেশতের ঘর,
তোমার তুল্য তুমি মাগো নেই তো
কেউ আর।

Powered by themekiller.com