Breaking News
Home / Breaking News / কবি কুজন চৌধুরীর কবিতা “নূপুরের গল্প”

কবি কুজন চৌধুরীর কবিতা “নূপুরের গল্প”

নূপুরের গল্প
***********

রাত শেষে বাঈজীর নূপুর হয়ে আসে মলিন
কামনার হাত ধরে আসে যারা তারা রয় অমলিন ।

সুরের স্পন্দন খোঁজেনা শেষে
খোঁজে শরীরের ঘ্রাণ অবশেষে
এভাবেই যায় প্রতিদিন
নিথর থাকে ওই একটি মন
এভাবেই প্রতিরোধ প্রতিবাদ
এভাবেই ঝড় তুফান প্রতিশোধ ।

ভিক্ষের ঝুলি নয় ; আছে নুপুরের নিক্কন
কথার বুলি নয় ; থাকে প্রণয়ের বীণ
ভরা জলসায় দেয় উজাড় করে
বিনিময়ে নাজরানা হাত ভরে
সারারাত জেগে থেকে কষ্টের কামাই
তাকে কত রঙে কত ঢঙে নাম দেই
সমাজের কাছে ছোটো তারা
দিবালোকে হয় কভু দিশেহারা
এভাবেই যায় বয়ে যাপিত জীবন
শত ব্যথা বয়ে অন্যকে রাখে রঙিন ।

বয়সের ভারে যবে নুপুর ওঠেনা পায়
ক্ষিধের জ্বালা মেটেনা হয় নিরুপায়
চিকিৎসার খরচ পারেনা জোটাতে
বিছানাতে কাতরায় দিবস নিশিতে ।

জ্বালায়ে অন্যের মনে রঙের বাতি
ব্যাস্ত থেকেছে যৌবনে কত কেরামতি
আজ যবে ধুকে ধুকে মৃত্যুর পানে ধায়
যৌবনের সে সব নাগর ফিরে না তাকায়।

এভাবেই ভাগ্যের চাকা ঘোরে
জীবন বহেনা আহা জীবনের ভারে
জীবন কত কাব্যময়
জীবনের কাছে মানুষ কত অসহায় । ।

কূজন

২৪ – ১১ – ২০১৭

ছবি : আঞ্জেল অনু

Powered by themekiller.com