Breaking News
Home / Breaking News / কবি সুব্রত দত্ত এর কবিতা “বরিষণ প্রিয়া”

কবি সুব্রত দত্ত এর কবিতা “বরিষণ প্রিয়া”

বরিষণ প্রিয়া
সুব্রত দত্ত
২৪/১১/২০২১

প্রখর তপ্ত অধীর ক্রন্দন অবসানে,
এসো হে বাদল বরিষণে,
এসো দু’বাহু বাড়ায়ে
এসো দু’কুল ছাপায়ে
হে শ্যামল শুভ্র বরষা, মুগ্ধ কর মহাতানে।

গগনে মেঘের ঘনঘটা, গুরু গুরু বজ্রনাদে,
এসো প্রাণের উৎসব সাজাতে,
এসো প্রিয়াসম বুকে জড়ায়ে
এসো, দাও তৃষ্ণার জল বাড়ায়ে
ওগো তুমি বরষা, এসো তব চেনা পথে।

বরিষণ মুখর দিবসে, চিত্ত হারাল পিয়ার লাগি,
এসো মিলনগীতিতে রাত জাগি,
এসো সাজাব দোঁহে বনফুল দিয়ে
এসো গুঞ্জরিয়া ধীরে ওগো প্রিয়ে
লজ্জাবনতা প্রিয়া মোর, অবগুণ্ঠন দাও ত্যাগী।

বরিষণের ছন্দে মোরা, মিলন সাগরে মগন,
এসো পূর্ণ কর এ লগন,
এসো, প্রণয়ের কুঁড়ির পাপড়ি খোল
এসো নব-বরষার কিশোরী-মুখ তোল
পরাণের বাণী জাগিছে , বাহিরে বরিষে যখন।

error: Content is protected !!

Powered by themekiller.com