Breaking News
Home / Breaking News / কবি রিটন মোস্তফা রিটন এর “ক্রান্তি কাহিনী”

কবি রিটন মোস্তফা রিটন এর “ক্রান্তি কাহিনী”

” ক্রান্তি কাহিনী ”
– রিটন মোস্তাফা

অনেক দূরের মানচিত্রে লটকানো একটি দেশ
আজ সেই দেশ ও মানুষের গল্প হবে এখানেঃ

যদিও কালো মেঘ, গঢ় অন্ধকারে ডুবে আছে
তবুও সেখানে টিমটিম জ্বলা আলোয় দেখিঃ-

ক্রোধে, আক্রোশে, ঘৃণায় পূর্ণ জাতির অন্তর,
তবুও তটস্থ জীবনের ছোট ছোট স্বপ্ন গুলো
পদে পদে আতঙ্ক, অর্ধমৃতের পদক্ষেপ চলে
আরেকটা দিন বেঁচে থাকার খুব স্বার্থপর লোভে।

প্রতিনিয়ত দুর্নীতি, অন্যায়, অবিচার, অপমান
কুড়ে কেড়ে নষ্ট করে যাপিত সময়ের সমস্ত চলাচল ।
সেখানে বিবেক বিক্রি হয় নিত্য সস্তা নিরাপত্তার দামে
কেনাবেচা হচ্ছে ক্ষমতা কিছু তরতাজা রক্তের নোটে।

আমার কবিতারা ভয়ে ভয়ে ডাইরিতেই আহত
সূর্যের আলোর সোলালী পাতায় কি ভীষণ আতঙ্ক।
শব্দের মিছেলে শব্দের গোঙানী, রক্তাক্ত প্রান্তর
কবিতার পাতা জুড়ে তবুও অঙ্কিত হয় নতুন স্লোগান।

বাবার চেতনা লটকে আছে ঘুষের টেবিলের নীচে
চৌচির আদর্শের ফাটলে উঁকি দেয় ভয় আর ভয়।
নিষিদ্ধ হওয়া স্পষ্ট শব্দের গোঙানি শোনে না বিবেক
অভিসন্ধির জটিল সে দেশে, আজও এখানে সবই হয়।

Powered by themekiller.com