Breaking News
Home / Breaking News / কবি মোঃ কাইয়ুম হোসেন এর কবিতা “সাতাইশ বছর “

কবি মোঃ কাইয়ুম হোসেন এর কবিতা “সাতাইশ বছর “

সাতাইশ বছর
°°°°°°°°°°°°°°°
মোঃ কাইয়ুম হোসেন
““““““““~““““`
তারিখঃ 24/11/2021 ইং
সাতাইশ বছর ছুঁয়ে দেখিনি
তোমার মাটি ঘাস ,
সাতাইশ বছর হিসাব করে দেখো
হয় কতো দিন মাস ।
সেই মাটির লোকে ডেকেছে আমায়
সাতাইশ বছর পরে ,
এক মুহুর্ত টিকছেনা মন আমার
কোনো কাজে এ শহরে ।
বন্ধু তোমরা কে কেমন আছো
খোঁজ খবর জানা নাই ?
মাঝে মাঝে কারো কারো খবর
মুঠো ফোনে শুনতে পাই ।
আমি আসছি ছাব্বিশ তারিখ
পুণর মিলন মেলায় ,
ভাগ্যে থাকলে সবার সাথে
দেখা হবে সেই বেলায় ।

মালেক মতিন কে কোথায় আছে
নেই আমার তা জানা ,
সেলিম লিটন আজো সেখানে
বদলায়নি ঠিকানা ।
জাকির থাকে শুনেছি কুষ্টিয়া
মিরাজ ফরিদ পুরে ,
আমার ঠিকানা বদলায় শুধু
কপাল দোষে ঘুরে ঘুরে ।
বিপ্লব আলম ভালোই আছে
অনেক টাকা আয় ,
ইদ্রিস এখন ঠিকানা কিনেছে
রাজধাণী ঢাকায় ।
মামুন রেবা ভালোই আছে
ছোট্ট সুখের ঘর ,
যে যেখানে থাকিনা কেন
কেউ নয় কারো পর ।
সবার সাথে দেখা হবে
সাতাইশ বছর পর ,
তাইতো আমার ঘুম নাই চোখে
কাঁপতেছে অন্তর ।।

Powered by themekiller.com