Breaking News
Home / Breaking News / কবি শেখ প্রিয়া’র দুর্দান্ত কবিতা ” মরিচীকা “

কবি শেখ প্রিয়া’র দুর্দান্ত কবিতা ” মরিচীকা “

মরিচীকা
লেখনীতে ;; শেখ প্রিয়া

তীব্র কষ্টের জ্বল গুলো যখন
বেদনার বালুচরে স্বপ্ন সাজায়;
মরিচীকার মতো দূ দূ প্রান্ত তখন
আবেশে বুক পেতে নিশ্বাস নেয়।
আমি বন্দিনী ;
লুকায়িত মনের সুপ্ত চাওয়ায় আমিই সেই সন্দিনী;

থাক না ;থাক না সে বহুদূরে ;
সে তো আছে সারাক্ষণ হৃদয় জুড়ে।
“একাকী ভালো থাকা” শূন্য হবেনা আর
নিঃসঙ্গ অপেক্ষা ;
ফাল্গুনী রঙের আশ্লেষী মৃত্যু হীন প্রাণ;
কেউ বাঁচে শিল্পের তাড়ণায়;
জ্বলোচ্ছাসে ঝরছে ব্যথা অনর্গল
শুধু বাঁচার উৎসবে,,,,,,,,,,,,,!
মরিচীকার মোহে সদা নিজেকে জড়াই ;
তাই তো ভুল দিয়ে জীবনকে সাজাই!!

শুভময়ত্বায় পরিপূর্ণ হোক সবার জীবন কামনায়,,!!

Powered by themekiller.com