Breaking News
Home / Breaking News / কবি মানসী রায়’র কবিতা” স্মৃতি মাল্য”

কবি মানসী রায়’র কবিতা” স্মৃতি মাল্য”

স্মৃতি মাল্য
——————–
মানসী রায়
25:10:2021

মস্ত আকাশ মাথার উপর ঐ নীল চাঁদোয়ার ছাঁদ
দিনের বেলা সূর্য সেথা রাত্রি বেলা চাঁদ ।
লক্ষ কোটি তারা আলো যেন ফুলের বিছানা
তবু কেন সেই তারার আলোয় তোমায় দেখিনা!
হারিয়ে যাওয়া সবাই নাকি হয় ঐ আকাশের তারা
তবে কেনো পাইনা খুজে
হারিয়ে গেছে যারা!
তুমি ছিলে ভর্সা রাখার ভাবনা বিহীন একান্ত আশ্রয়।
এখন যেন অনিশ্চিত জলকণা পদ্ম পাতার ন্যায় ।
বট বৃক্ষের ছায়ার মতো
ছিলে তুমি, ছত্র ছায়া!
আজকে আমি তুমি বিহীন শেওলা ভেসে যাওয়া ।
আকাশ জুড়ে জখন যায় ভেসে ঐ মেঘের মিছিল
শ্রাবণ ধারায় আমার দুচোখে তখন বেদনার নীল ।
হঠাত্ আঁধার করে যখন আসে কাল বৈশাখী ঝড়
তোমায় হারানোর ব্যথা আমার বুকে করে তোলপাড় ।
নাইবা হলাম চন্দ্রমুখী তবুও তো ছিলাম তোমারই রাজকন্যা
অন্যের চোখে মন্দ হলেও তোমার চোখে অনন্যা।
আমার চোখের পাতা বেয়ে ঝরতো যদি কান্না
তোমার চোখে দেখেছিলাম শ্রাবণের ঐ বন্যা ।
আমার আকাশ মেঘে ঢেকে হয় যদি আজ বন্যা
তবুও তো তোমার দেখা এই জগতে পাইনা ।
আজকে তুমি অতিত আমার শুধুই কেবল স্মৃতি
ব্যথা ভরা মনটা শুধুই গেয়ে চলে গীতি ।
এটাই যদি হয় বিধির বিধান
এটাই যদি ৠতি,
তবে কেন কাঁদায় বলো অতিত দিনের স্মৃতি!

Powered by themekiller.com