Breaking News
Home / Breaking News / কবি আলো’র বাস্তবমুখী কবিতা ” জারজ উপাধি”

কবি আলো’র বাস্তবমুখী কবিতা ” জারজ উপাধি”

জারজ উপাধি
~আলো✍️✍️
২০/১০/২০২১

ক্যান দিয়া গেলা হৃদয়হীন মা
ক্যান দিয়া গেলা আমারে জারজ উপাধি?
ক্যান দিয়া গেলা কাপুরুষ বাবা
ক্যান দিয়া গেলা জারজ নাম কপালে বাঁধি?

দুই দিনের সুখানন্দে করেছিলা
তোমারা যেই জঘন্য পাপ,
জন্ম দিয়া পলিথিনে মুড়াইয়া
ফালাইয়া দিয়া করলে তা সাফ।

তোমরা তো বাঁইচা গেলা দুনিয়াবী
দোজখের অগ্নিকুন্ডে আমারে ফেলে,
কিন্তু আমি মরি নাই বাঁইচা আছি
অবহেলা অনাদরে অনাথ বলে।

ক্যান দিয়া গেলা নিষ্ঠুর মা
ক্যান দিলা এমন জীবন উপহার?
ক্যান দিয়া গেলা নির্দয় বাবা
ক্যান দিয়া গেলা জারজ জীবন উপহার?

ক্ষুধার জ্বালায় আজ আমি যুদ্ধ করি!
দাঁড়াইয়া থাকি শেয়াল শকুনের দলে,
আদর কইরা খাইতে দেয়না কেউ
আমি অস্পৃশ্য জারজ সন্তান বলে।

যদি নর্দমা ভাইবা ফালাইয়াই দিবা
আমায় নির্জন রাইতে আস্তাকুড়ে,
তবে ক্যান অবৈধ সম্পর্কে জড়াইলা
জন্ম দিলা দুই দিনের সুখের তরে।

ক্যান দিয়া গেলা স্বার্থপর মা
ক্যান দিয়া গেলা যন্ত্রনা মাখা জীবন?
ক্যান দিয়া গেলা পাপিষ্ঠ বাবা
ক্যান দিয়া গেলা পাপের বোঝার দহন?

এটা বিধাতার কেমন লিখন কইতে পারো?
আমিতো কোনো পাপ করি নাই,
যেই তোমাদের পাপে হইলাম ভূমিষ্ঠ
সেই তোমাদের বুকেই আজ জোটেনি ঠাঁই।

তোমরা তো দিব্বি হাসছো চলছো
নতুন জীবনের পথ ধরে,
আর আমি চলছি জারজ উপাধি লইয়া
দুনিয়াবী দোজখের তরে।

Powered by themekiller.com