Breaking News
Home / Breaking News / কবি শিমলা’র অসাধারণ কবিতা ” মুক্তি “

কবি শিমলা’র অসাধারণ কবিতা ” মুক্তি “

#মুক্তি
#শিমলা

আমার অস্পষ্ট উচ্চারণে ও লুকিয়ে থাকে দৃঢ়তা,
সে তোমার অজানা নয়।
যে নদীর ধার ঘেঁষে ভাঙ্গনের লালসার বীজ বোনা
তার কাছে বৈভবের গল্প গুলো রেখে দিয়েছি আমি ,
একটা নিরিবিলি মেঠোপথের দুপাশ ছুঁয়ে রেখে
এসেছি স্পর্শের মায়াবতী সকাল ,
যত্নের ঘরে উত্তাপের অনুসন্ধিৎসু চোখে কাজল
পরাবো এবার,
একটা লাল টিপের বাসনায় ক্রমাগত হা পিত্যেশ করতে করতে বৈরাগ্য চুম্বন এঁকেছে পোড়া চোখে।
ঘাসের ডগা হতে শিশির নিয়ে দুচোখের পাতায় জমা করলাম,
শুদ্ধতার খেলায় হেরে যাবো এমন মনোবৃত্তি পুড়ুক আলস্যে।
রাজকীয় অভ্যর্থনায় শুভাগমনের লাল গালিচার নদী,
সারি সারি আসন অথচ নতজানু হয় না অহংবোধ,
এবার বৃষ্টি কিনবো, মুঠো মুঠো রোদ্দুর ভেজাবো বৃষ্টির জলে,
প্রাচুর্য্যের শিখায় একে একে পুড়িয়ে দেবো একশ আটটা নীল পদ্ম,
কথা রাখার দায়বদ্ধতা আর রইলো না তবে………..

Powered by themekiller.com