Breaking News
Home / Breaking News / তাইওয়ান প্রসঙ্গে চীনের প্রতি নম্র মনোভাব

তাইওয়ান প্রসঙ্গে চীনের প্রতি নম্র মনোভাব

অনলাইন ডেস্কঃ
তাইওয়ান প্রসঙ্গে চীনের প্রতি নম্র মনোভাব দেখাতে একদমই রাজি নয় আমেরিকার জো বাইডেন প্রশাসন। আমেরিকা সাফ জানিয়ে দিয়েছে, চীন যদি তাইওয়ানের উপর হামলা চালায়, তাহলে এই দ্বীপ রাষ্ট্রটিকে রক্ষা করবে মার্কিন প্রশাসন। শুক্রবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানের পক্ষ অবলম্বন করে এমন মন্তব্য করেছেন টাউন হলে।
আমেরিকা কি তাইওয়ানকে রক্ষা করবে? এর জবাবে জো বাইডেন বলেন, ‘হ্যাঁ, এটা করার জন্যই আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ পরে হোয়াইট হাউসের মুখপাত্র বলেছেন প্রেসিডেন্ট তাঁর নীতিতে কোনও পরিবর্তন করেননি। অন্যদিকে তাইওয়ান বলেছে, এই ইস্যুতে তাদের নিজেদের অবস্থানের পরিবর্তন ঘটাবে না।
এখন তাইওয়ানকে দৃঢ় সমর্থন দিয়ে যাচ্ছে বাইডেন প্রশাসন।’ কিছুদিন ধরে চীন এবং তাইওয়ান এর মধ্যে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। সম্প্রতি তাইওয়ানের আকাশ-প্রতিরক্ষা জোনে চীনের কমপক্ষে ১৫০ টি যুদ্ধবিমান মহড়া দিয়েছে। এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে।

Powered by themekiller.com