Breaking News
Home / Breaking News / কবি আলো’র দুর্দান্ত কবিতা ”তোমার জন্য”

কবি আলো’র দুর্দান্ত কবিতা ”তোমার জন্য”

তোমার জন্য
~ আলো✍️✍️
২১/১০/২০২১

আমি স্পষ্টভাবে বোঝাতে গিয়ে
লিখিনি ছন্দ তাল,,
আমি তোমার জন্য ছিন্ন করেছি
হাজারো আপন জাল।

আমি কঠিন করে বলিনি তোমায়
ভালোবাসার কথা,,
সহজ করে বলেছি বলেকি
দিলে মনে ব্যথা।

আমি চাইনি তোমার সুখের সাগরে
স্বার্থের বৈঠা বইতে,,
চেয়েছি তোমার দুঃখের নীড়ে
একাকীত্বের সাথী হইতে।

আমি খুঁজিনি হাজারো কথার ধরন
করিনি অন্য বরণ,,
আমি কেবলই তোমার জন্য রয়েছি
করেছি তোমায় স্বরন।

আমি তোমার জন্য ভুলেছি ধরা
হয়েছি ছন্ন ছাড়া,,
তুমি তুমি করেই আমি
আজ যে স্বজন হারা।

সেইদিন তো খুব করে
ভালোবাসি ভালোবাসি বললে,,
আজ যখন আমি ভলোবাসলাম তোমাকে
কেনো অবহেলার পাতাটি খুললে।

প্রয়োজন ফুরিয়েছে বলেকি
দেখিয়েছ মিথ্যে অজুহাত,,
ভালোবাসি বললেই আবেগ বলে ওঠো
ব্যাখ্যা দাও বাস্তবতার।

হঠাৎ করেই চলে গেলে কেনো
দিয়ে মিথ্যে অভিযোগ,,
স্বার্থপর আর বেইমান্দের দলে
তুমিও কি দিলে যোগ??

আজ তুমি অন্যের স্বপ্ন হয়ে
হাসাও তাকে রোজ,,
রাতের আধাঁরে কাদি আমি
নাও কি তার খোঁজ।

সবাইকে ছাড়িয়ে অস্তিত্ব হলে
সেই তুমি গেলে ছেড়ে,,
আজ প্রাণহীন দেহ নিয়ে বেঁচে আছি
এইনা ভূবন মাঝে।

Powered by themekiller.com