Breaking News
Home / Breaking News / কবি সানোয়ার হোসেন এর কবিতা “ভালোবাসার শব্দ নগর”

কবি সানোয়ার হোসেন এর কবিতা “ভালোবাসার শব্দ নগর”

ভালোবাসার শব্দ নগর
সানোয়ার হোসেন

বর্তমান সময়ে অনলাইন সাহিত্য পত্রিকার এক আলোচিত নাম “শব্দ নগর”
শব্দ নগর নামটি যেনো অন্তরে অন্তরে মিশেছে ফুলের সৌরভে।

শরতের শেফালী হতে ফাল্গুনী গান, শীতের পিঠা, নবান্নের উৎসব,
শব্দ বর্ণ দ্বারা মাতিয়ে রাখে আমাদের ভালোবাসার শব্দ নগরের গুনি জনরা।

শুধু তাই নয়!
হাজারও মানুষের হৃদয়ে জমে থাকা
দুঃখ বেদনা, হাহাকার, প্রেম ভালোবাসা, বিজয়ের ধ্বনি,
দ্রোহ-বিদ্রোহ, পূঁজা, প্রার্থনা, সবই যেনো স্রোতের মতো ভেসে এসে দাঁড়ায় শব্দ নগরের তীরে।
এ যেনো শব্দ নগরের ভালোবাসার এক অনন্য ফসল।

এই শব্দ নগরের ভালোবাসা সীমাহীন আঁকাশের মতো,
যতো দূরে যেতে চাই, ততই যেনো মায়ার সুতোয় বেঁধে রাখে হৃদয়ের কল্পনা গুলোকে।
ভাগ করে নেয় আনমনাময় অনাকাঙ্ক্ষিত মেঘে ঢাকা সময় গুলোকে।

তাই আর দূরে দূরে নয়,
আসুন আমরা সবাই এক হয়ে ভাগাভাগি করে নিই
শব্দ নগরের, প্রতিটি শব্দের দুঃখ বেদনা, হাসি আনন্দ।
গুনি জনদের ভূষিত শব্দের শিক্ষায় সাজিয়ে তুলি আমাদের এই পৃথিবী।
হৃদয় থেকে আকড়ে ধরি আমার আপনার শব্দ নগর।

হে প্রভু, ঈশ্বর, ভগবান,
কবুল করো মোর প্রার্থনার গান।
সত্য সঠিক ফসল উৎতলোনে,
শব্দ নগর বিজয়ী করো চিরদিনে।।

Powered by themekiller.com