Breaking News
Home / Breaking News / কবি তনশ্রী’র কবিতা “অদৃশ্য প্রেম”

কবি তনশ্রী’র কবিতা “অদৃশ্য প্রেম”

বিষয়,, কবিতা,,
শিরোনাম,, অদৃশ্য প্রেম,,
কলমে,, অনুশ্রী,,
তারিখ,,২১/০৯/২১

প্রেম কী, বোঝার বয়স তখন ও হয়নি,,,
কি তার ভাষা,কী বা তার আশা
কি বা তার স্বপ্ন খানি।
শুধু একটা অনুভুতি, মনকে নাড়া দিত
দুরন্ত গতিতে , অস্থির হতো দ্রুত গামী।
ছিল না কিছু চাওয়া, পাওয়া
প্রত্যাশা ছিল না , দেওয়া, নেওয়ার।
একটু খানি দেখা পেলেই,
তাতেই হতো হারিয়ে যাওয়া।
কোন দিন, ভুল করে ও বলত না সে কথা,,,,
ছিলে আমার কল্পনায়, অদৃশ্য পাওয়া।
অবুঝ মন জানে না,বোঝেও না
মনে মনে শুধু স্বপ্নের জাল বুনে।
কখন, কোথায় কি ভাবে, দেখা পাব
ব্যস্ত হৃদয় থাকতো একটা অজানা শিহরণে।
ব্যাকুল হতো মন প্রাণ,
,এর ই নাম কি প্রেম? ভাবতাম ক্ষণে ক্ষণে।
চলার পথে, কিংবা কোনো মোড়ের বাঁকে,
সে যখন থাকতো একা একা,,,
অদ্ভুত একটা আনন্দ ঘিরে থাকত আমায়
তাই বারবার আড় চোখে দেখা।
সে কিন্তু বলতো না কোনো কথা,,,
আমার অদৃশ্য মনে টেনে যেত একটা রেখা।
প্রেম আসে প্রতিটি জীবনে,,,
কারুর প্রকাশ্যে, কারুর গোপনে
কেউ তাকে গ্রহণ করে, সুখী হয় সারা জীবনে,
ছুঁড়ে ফেলে দেয় কেউ, ঘৃণা প্রত্যাখানে।
দুটি হৃদয় এক হবে,
স্বপ্নের দেউল সাজানো হবে
প্রেমের মধুর গন্ধে জীবনের বাগান ভরে যাবে।
সেই বাগানে কুঁড়ি হবে, ফুল হবে,,,
সেই তো প্রেম,,নিঃসঙ্গ মনে মনে
ব্যর্থতার প্রতি ধ্বনি শুনে শুনে,,,,
সাজানো বাগান গুলোর সব ফুল
ঝরে ঝরে পড়ে করে ধূলায় শয়নে,,
প্রেম তখন রয় বহু দূরে,,
অদৃশ্য হয়ে জীবন মরণের মাঝখানে।

Powered by themekiller.com