Breaking News
Home / Breaking News / শব্দনগরের নবাগত পরিচালিকা কবি ” মাকসুদা আননাহাল” এর কবিতাঃ ” ছায়”

শব্দনগরের নবাগত পরিচালিকা কবি ” মাকসুদা আননাহাল” এর কবিতাঃ ” ছায়”

ছায়া
মাকসুদা আননাহাল

পৃথিবী একদিন মৃত প্রজাপতির পাখার মতো
আমাকে সরিয়ে দেবে -অপ্রয়োজন জেনে
কালো পিঁপড়ের মতো ঘুটঘুটে অন্ধকার
আমাকে নিয়ে যাবে
নি:শব্দ পায়ে ;টেনে টেনে।

তারপর ঝিঁ ঝিঁ পোকাদের পালাগান।
বহুদূরে দুএকটা তারা জ্বলে
কারা যেন জ্বালিয়েছে হ‍্যাজাকের আলো
জলমহালের ধারে।

গর্ভবতী হলুদ মাঠের গায়ে ঝাঁঝালো গন্ধ মাখা…।
কারা যেন ভেঙেছে হাট,
বাড়ি ফেরা পথে দুএকটা কথা হয় তাদের
নিতান্তই ফিশফিশ;
সাঁতরে চলা মাছের চোখের মতো
টর্চ লাইটের আলোয়।

তখন তোমাদের গল্পগুলো শোনা হবে না আর
শুনবেনা তোমরা আমার গল্পগুলোও…।
জীবনের নষ্ট হওয়া পচে যাওয়া বিরাট ব‍্যাপ্তির!
কেননা পৃথিবী তখন,আমাকে দিয়েছে সরিয়ে
মৃত প্রজাপতির পাখার মতোন অপ্রয়োজন জেনে।

Powered by themekiller.com