Breaking News
Home / Breaking News / চাঁদপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের প্রতি পুলিশ সুপারের মানবিকতা

চাঁদপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের প্রতি পুলিশ সুপারের মানবিকতা

চাঁদপুর শহর প্রতিনিধিঃ
কঠোর বিধিনিষেধে চাঁদপুর শহরে ট্রাফিক পুলিশের হাতে আটক হওয়া আড়াই শ’রও বেশি ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে এসব অটোরিকশা মানবিক কারণে ছেড়ে দেওয়া হয়। এমন তথ্য জানিয়েছে, চাঁদপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ।
এদিকে, দীর্ঘদিন পর আয়ের অবলম্বন অটোরিকশা হাতে পেয়ে হাসি মুখে বাড়ি ফিরেন চালকরা।
খোঁজ নিয়ে জানাগেছে, দীর্ঘদিন জেলা স্টেডিয়ামে পড়ে থাকার কারণে ব্যাটারিসহ অন্যান্য যন্ত্রাংশ অকেজো হওয়ার উপক্রম হয় অটোরিকশাগুলোর। বিষয়টি নজরে পড়ে জেলা পুলিশ সুপার মিলন মাহমুদের চোখে।
এক পর্যায়ে ট্রাফিক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দিয়ে চালকদের খুঁজে বের করার দায়িত্ব দেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে একেক করে হাজির হয় ২ শ ৬১ জন অটোরিকশা। পরে কাগজপত্র দেখে চালকদের কাছে হস্তান্তর করা হয় ব্যাটারিচালিত অটোরিকশাগুলো।
চাঁদপুরে ট্রাফিক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, একান্ত মানবিক কারণে অটোরিকশাগুলো ছেড়ে দেওয়া হলেও চালকদের শর্ত দেওয়া হয়, কঠোর বিধিনিষেধ আরো যে কয়দিন চলবে এসব কেউ অটোরিকশা নিয়ে সড়কে নামবে না। তবে শর্ত ভঙ্গ করলে ফের আটক করা হবে অটোরিকশা।

Powered by themekiller.com