Breaking News
Home / Breaking News / কলকাতার বিশিষ্ট কবি ও আবৃতিকার অনমিত্র এর ” রক্তে ও সুধায়..”

কলকাতার বিশিষ্ট কবি ও আবৃতিকার অনমিত্র এর ” রক্তে ও সুধায়..”

রক্তে ও সুধায়..

অনমিত্র

০৪/০৭/২০২১

যে রঙে রাঙিয়েছো এই শয্যা, শরকন্টকের রক্তমাখা স্তুপিকৃত নির্মম পতাকা..
এই দুর্বিপাকে লুকিয়েছি আখবনে..নোনতা স্বাদ, রক্তে ও সুধায়..
এক ঈশারায় আত্মপ্রকাশ হবে, সবকিছু ফুঁড়ে,ভগ্ন শ‍রীরে,
পতাকার রঙ লাল, দাঁড়িয়েছে সেই পথে, যে পথে যীশু গেছে হেঁটে, যে পথে গালিবের সমাধি ভেঙেছে,

নির্জীব রক্তক্ষরণে, চিতার নড়াচড়া, আগুনের লাল,
বিচ্ছিন্ন মনের সাধ শুধু পুড়ছে..তবুও শ্রেষ্ঠ সে-কাল
সে আলোয় পতাকার লাল..
এ-কাল তো লুকিয়েছে কবে
কাঁপা কাঁপা হাতে আর পতাকা ওঠে না..আর সব পতাকার রঙ রোজ বদলায়..ভাবনায় আকাশ পাতাল,
কবেই তো ঘুচেছে সে-কাল,
মুন্ডু হীণ পতাকার হারানো হাতল যদি খুঁজে পাও..
মুখে রক্ত তুলে গেয়ে যেও গণীকার গান..
প্রয়োজনে থেমে যেও আরো লাল ঢেলো…
অগ্নি টুকু জ্বেলে রেখো দগ্ধ মগজে..পাকস্থলীর বিষ নিঃস্ব গভীরে..

সেই পথে হেঁটো যে পথে হেঁটেছে অতীত..সে-পথেই খুঁজে রেখো শ্রেষ্ঠ আগামীকাল,
শিরা ওঠা দুটি হাত ছিন্ন হলে..সব রক্তলাল পতাকায় ঢেলো..
দগ্ধ হাতে নিঃস্ব শরীরের সবটুকু ঢেকো
পতাকার লাল টুকু রেখো..
হে কমরেড..হে কমরেড..

Powered by themekiller.com