Breaking News
Home / Breaking News / কবি-আমেনা ফাহিম এর”পৃথিবী এক রহস্যময় মরীচিকা”

কবি-আমেনা ফাহিম এর”পৃথিবী এক রহস্যময় মরীচিকা”

পৃথিবী এক রহস্যময় মরীচিকা
আমেনা ফাহিম

আমার ভুলগুলো ঠিকঠাক মনে রাখলে
যেটুকু দিলাম না বুঝেই দিলাম
দেনা-পাওনার হিসেবটা না হয় আরও একবার মিলিয়ে নিও
হয়তো তুমি ফেরারি হবে, নয়তো আমি………

আমার কষ্টগুলো চিলেকোঠার ভাঙা জানালার মতই জড়োসড়ো, জানালার পাড়ে দাড়িয়ে, আকাশের নীল দেখা যায় ঠিকই, নীল কষ্টগুলো ছোঁয়া যায়না………

রাত হলো, মহাকালের মহাজাগতিক সেই রাত
আমার নিঃসঙ্গ রাত্রিগুলো গুটিয়ে নিয়েছে তাদের সমস্ত আয়োজন, চোখের পাড়ায় কেটে যায় আরও একটি নির্ঘুম রাত………..

একটা স্বপ্নের মৃত্যু হয়েছে কোনো এক শ্রাবণের ঝড়ে
নতুন একটি স্বপ্ন জন্ম নিলো
যদি পূর্ণতা পাই দু চোখে বৃষ্টি ঝড়াবো, সুখের বৃষ্টি…….

যেখানে যতোটুকো প্রয়োজন ঠিক ততটুকুই দিলাম
তবুও আজ আমি নিঃস্ব, না না কোনো অনুরাগ বা অনুযোগ নয়, হৃদয়ের এ পাশে আঘাত করলে, ওপাশেও যে যন্ত্রনা হয়……….

মানুষ ভালোবেসে মরতেও পারে,
কিন্তু ভালোবাসা না পেয়ে বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও কঠিন
মানুষ কি ভালোবাসতে সত্যিই জানে?
তুমিও কি ভালোবেসেছ?

আমি সমুদ্রে গিয়েছিলাম,
সমুদ্রের বিশালতা সবাই দেখে
তীরে আছরে পড়া ঢেউয়ে, নোনাবালির বুকে ঝড় উঠে
সেই ঝড় কেউ দেখেনা, কেউ আবার দেখেও দেখেনা…..

আমি পাহাড়ে গিয়েছিলাম,
পাহাড়ের হৃদয় পুড়িয়ে ফসল ফলানো হয়
পাহাড়ের কান্নাগুলো হয়ে যায় ঝর্না
কেউ বোঝেনা, কেউ আবার বুঝেও বোঝেনা…….

আমার ভুলগুলো তুমি মনে রেখো, ভুলে যেতে বলবো না
ভালোবাসা দিয়ে ভুলাতেও চাইবো না, দেনাপাওনার হিসেবটা না হয় আমিও একবার মিলিয়ে নিবো……

মানুষ অমরত্ব পেতে চায়, পৃথিবীর মায়া বড় অদ্ভুত
অথচ ক্ষণিকের তরেই এই জীবন
যেটুকু বাঁচো, প্রাণখুলে বাঁচো, পৃথিবী এক রহস্যময় মরীচিকা………

Powered by themekiller.com