Breaking News
Home / Breaking News / কবি- চৈতী চ‍্যাটার্জীর”অপূর্ণ ইতি”

কবি- চৈতী চ‍্যাটার্জীর”অপূর্ণ ইতি”

শিরোনাম -অপূর্ণ ইতি
কলমে-চৈতী চ‍্যাটার্জী

সেরাত্রে অঝোর ধারায়
বৃষ্টি এসেছিলো
তীরের মতন বৃষ্টিকণা সমস্ত শরীর
চুপচুপে করে ভিজিয়েওছিলো
কিন্তু মনের দেওয়াল
ভেজাতে পারলো কই?

অকাল শ্রাবণ এলো
মনখারাপি বারিধারা নিয়ে
তাপে শুধু দগ্ধই করলো
বৃষ্টির শীতলতা দিয়ে
চাতকের শুষ্ক ঠোঁট
ভেজাতে পারলো কই?

আবার সেরাত্রে ঝড় এলো
উথালপাতাল করা হাওয়াও বইলো
সব ভালোবাসার মানুষের
মনেও বুঝি দোলা লাগলো,
তবে নাম না জানা মনখারাপ
দূর করতে পারলো কই?

ঝড়ের দাপট শুধুই বুঝি
আমার বুকেই হাপর মারে,
তোমার হৃদয়ের শক্ত আগল
অতি যত্নেই টিকে রইলো,
তবে ঝড়টা আমায় সোহাগ দিয়ে
শান্ত করতে পারলো কই?

তুমিও পথ ভুলে এসেছিলে
ভুলেছো যদিও আজ
তবুও চাই তোমার ভালো হোক,
তোমাকে ভুলতে চেয়ে
প্রতিটি দিন কাটাই
রোজই আমার পর্বতসম শোক।

Powered by themekiller.com