Breaking News
Home / Breaking News / কবি-রিটন মোস্তফা (রিটন)এর”পথচলা সবুজে”

কবি-রিটন মোস্তফা (রিটন)এর”পথচলা সবুজে”

” পথচলা সবুজে ”
– রিটন মোস্তফা (রিটন)

তার পর চলো হেঁটে যাই শাল বনে
এই জন কোলাহল থেকে অরণ্যে।
হাতে হাত রাখ, ঘনিষ্ঠ হোক পদক্ষেপ
উপলব্ধি তে জেগে থাক উম্মাদ প্রেম।
থেকে থেকে চাপ দিও হাতের তালুতে
জানান দিও, তুমি যাও নি,আছো কাছে।
নিঃশ্বাসে নিঃশ্বাসে ঝড়ুক উষ্ণতার শব্দ
গাঁথা হোক প্রতিটি চাহনি তে এই বন্ধন।
তোমার শরীরে শরীর লেগে জ্বলুক আগুন
পুড়ে যাক ভিতরের অবাঞ্ছিত কষ্টগুলো।
এক পা এগিয়ে এক পলক দেখে নাও
আমি আছি তুমি আছো,হেঁটে চলি সম্মুখে।
আমাদের ভালোবাসারা খুঁজে নিক সবুজ
সজীবতায় ঠেকে যাক অচেনা আগত দিন।
আমরা বরং এভাবেই হেঁটে হেঁটে চলতে থাকি
হাতের তালুতে হাত জব্দ করে আগামীর পথে।
■ রিটন মোস্তফা

error: Content is protected !!

Powered by themekiller.com