Breaking News
Home / Breaking News / কবি অভিজিৎ দাসের ” শান্ত হও”

কবি অভিজিৎ দাসের ” শান্ত হও”

শান্ত হও

–অভিজিৎ দাস
– ২৬/০৭/২১
————————————
রাস্তা, আরও রাস্তা, অলিগলি, জনস্রোত
হাল্কা হাওয়ায় কেটে গেছে লোকনিন্দার ভয়,
তার নিঃশ্বাস পড়ছে ঘন ঘন
হাতে হাত রেখে সে ভালোবাসার কথা বলছিল,
আমি পায়ে পায়ে চলছিলাম তার শরীর ঘেঁষে
আমার কামনা প্রেতচ্ছায়ার বেশে।

গোধূলির দ্যুতি এসে পড়ছিল তার চিবুকের রেখায়
তাকে প্রচ্ছন্ন আদর করে মনে মনে বলি,
তুমি স্থির হও, শান্ত হও
না হলে স্পর্শ করো, একটু স্পর্শ করো,
স্পর্শ করো একটুখানি
লোমশ বুকে
স্পর্শ করো ত্বকের মরচে তুলে ত্বকে, চুমু খাও,
কণ্ঠদেশ চেপে ধরো,
তোমাকে হারানোর অবসাদটিকে মেরে ফেলো,
অমন মোহিনী হাস্যে আমায় আর বিভ্রান্ত কোরো না।

হাওয়া বদলাচ্ছে
তার কাজল কালো চোখের গভীরে ঢুকে
জিজ্ঞেস করি আনমনে –
আমার বলতে চাওয়া শব্দদের হত্যা করে
যে জীবন পেলে তুমি কেমন লাগছে সে জীবন?
কষ্টকর? একা?

আমি তুমি পাশাপাশি
তোমার ছদ্মবেশ থেকে ভেসে আসছে সামুদ্রিক ঘ্রান
তুমি স্থির হও, শান্ত হও।।
============১৯০৭২১============

Powered by themekiller.com